আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির ত্যাগী ও নির্যাতিতদের নিয়েই আমার রাজনীতি : সুমন

আড়াইহাজারে বিএনপির

আড়াইহাজারে বিএনপির

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির প্রয়াত নেতা এএম বদরুজ্জামান খসরু’র পুত্র আড়াইহাজার থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুর রহমান সুমন বলেছেন, বিএনপির নির্যাতিত ও ত্যাগীদের নিয়ে আমার রাজনীতি। আমার বাবা মরহুম খসরু সাহেব তার রাজনৈতিক জীবনে বিএনপির নেতাকর্মীদের সন্তানের মতই দেখাশোনা করেছেন।

তিনি কাউকে নিরাষ করেননি। তার রাজনীতিতে একটি আর্দশ ছিল। তিনি বেইমানদের কোন দিন বিশ্বাস করেনি এবং ঠাঁই দেয়নি। ত্যাগী ও নির্যাতিতদের তিনি সব সময় সহযোগিতা করেছেন। সমাজের ভালো মানুষদের সাথে তার চলাফেরা ছিল। আড়াইহাজারের মানুষ তাকে ভালো বাসতেন। তার ইন্তেকালের পর যাজানায় লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করেছে তার । আমি তার সুযোগ্য সন্তান হয়ে নিজেকে নিয়ে গর্ববোধ করি।

আড়াইহাজাবাসীর ইচ্ছা ছিল খসরু সাহেব সংসদ সদস্য হন। কিন্তু তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। তবে আমি আড়াইহাজারবাসীর মধ্যে আমার বাবাকে দেখতে পায়। আপনাদের মনের সদ ইচ্ছাকে আমি মূল্যায়ন করতে গিয়ে আমি মনোনয়নপ্রত্যাশা করছি। আশা করছি দল থেকে আমাকে মনোনয়ন দেওয়া হবে। আগামী নির্বাচনে এমপি হয়ে আমার বাবার শেষ ইচ্ছা ও আমার প্রিয় আড়াইহাজারবাসীর মনের ইচ্ছা পূরণ করব ইনশাআল্লাহ। শনিবার দেওয়া একান্ত স্বাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমার নেত্রী আমার মা’কে স্বৈরাচারি সরকার মিথ্যা মামলায় কারাগারে বন্দি রেখেছেন। আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মা’কে জেল থেকে মুক্ত করা। সেই লক্ষ্যে আমাদের সকলকে মাঠে নামতে হবে। হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে দেশবাসীকে নিয়ে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। শেখ হাছিনার সরকারের পতন নিশ্চিত। তাদের পায়ের তলায় মাটি নেই। তার মন্ত্রী এমপিরা এরই পাগলের মত প্রলাপ বকতে শুরু করেছেন। একএক সময় একক কথা বলে মানুষকে বিভ্রান্ত করা চেষ্টা করছে। দেশের মানুষের প্রতি ও সুষ্ঠু নির্বাচনের ওপর তাদের কোন আস্থা নেই।

২০১৪ সালের ৫ জানুয়ারী মার্কা নির্বাচন এদেশে আর হবে না, হতে দেওয়া হবে না। বর্হিবিশ্বের নেতারা তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা এবং মিথ্যা মামলা দেওয়ার নেশায় মত্য হয়ে পড়েছে এ সরকার। মানুষকে গুলি করে পাখির মত মারা হচ্ছে। কোন বিচার নেই। তাদের অন্যায়কে কঠোর হাতে দমন করতে হবে।

দেশটিকে তারা কারাগারে পরিণত করেছে। মানুষের বাকস্বাধীনতা নেই। কথায় কথায় মামলা ঢুকে দিচ্ছে। হাজার হাজার বিএনপির নেতাকর্মীকের জেলে আটক রাখা হয়েছে। বেগম খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর নিঃশর্তে মুক্তির দাবী করেছেন তরুণ ও উদ্দীয়মান এ নেতা।