আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাস চালকের লাশ উদ্ধার

আড়াইহাজার সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাবুদ্দিন (৩৫) নামক এক বাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ । গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী বাস ষ্ট্যান্ডে তার ভাড়া নেওয়া অফিস ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মৃত আঃ মান্নানের ছেলে।

আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, গত ৩ দিন আগে সে তার বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজা খূঁজির পর তাকে  না পেয়ে তার স্ত্রী ও মেয়ে রামচন্দ্রদী বাসষ্ট্যান্ডের ভাড়া নেওয়া অফিস ঘরে যায়। ঘরটি ওই সময় বাহির থেকে তালাবদ্ধ ছিল। এক পর্যায়ে নিহতের স্ত্রী বেড়ার ফাঁকে উকি দিয়ে ঘরের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখেন। লাশের গায়ে বিদ্যুতের তার পেঁচানো ছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। পুলিশের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে।

তবে ময়না তদন্তের পর বিষয়টি পরিষ্কার হবে বলে জানায় পুলিশ। বাহির থেকে তালা লাগানো হওয়ায় ঘটনা সম্পর্কে রহস্যের সৃিষ্ট হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।