নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজার ছনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এক যাত্রী নিহত ও ১০ জন আহত হয়েছে। রোববার দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় নিহতের লাশ উদ্ধার করে আহতদের স্থানীয় হাসপাতালে প্রেরণ করে।
হাইওয়ে পুলিশের সাজেন্ট কামরুল ইসালম জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস আড়াইহাজারের ছনপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যুবক নিহত হয়। তবে এখনও তাঁর নাম পরিচয় জানা যায়নি। তাঁর লাশ কাচঁপুর হাইওয়ে পুলিশের থানায় রাখা হয়েছে।
অন্যদিকে, আহতদেরকে স্থানীয় রুপগঞ্জ ইউএস বাংলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেই জানান এই পুলিশ কর্মকর্তা।