আজ শুক্রবার, ২১শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বাবু-আজাদের হাড্ডাহাড্ডি লড়াই

আড়াইহাজারে বাবু

সংবাদচর্চা রিপোর্ট:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরোদমে প্রচারণা শুরু করে দিয়েছে বিভিন্ন দলের প্রার্থীরা। আড়াইহাজারে ভোটের হিমেল হাওয়া বইছে। প্রতীক বরাদ্দের পর থেকে কোমর বেধে প্রচারণা শুরু করে দিয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম বাবু। প্রচারণায় পিছিয়ে নেই বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ। তিনি আসন উদ্ধারের জন্য সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছেন।

নজরুল ইসলাম বাবুর পক্ষে আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে যুবলীগ ছাত্রলীগ মহিলা লীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাচ্ছেন।
বিএনপি সমর্থিত প্রার্থী নজরুল ইসলাম আজাদ দলীয় কোন্দল মেটাতে বিএনপির মনোনয়ন বঞ্চিত আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুরের বাসায় গিয়েছিলেন। তিনি আঙ্গুরের দোয়া নিয়েছেন।

নারায়ণগঞ্জ ২ আসনে ধানের শীষ কে বিজয় করার জন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার নির্দেশ দিয়েছেন সাবেক এমপি আঙ্গুর । এদিকে বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা নজরুল ইসলাম আজাদের পক্ষে কাজ করছেন। যুবদল ছাত্রদল মহিলা দলের নেতাকর্মীরা ভোটারদের দ্বারে দ্বারে ধানের শীষের ভোট চাচ্ছেন।

তবে তারা পর্দার আড়ালে থেকেই বেশি ভোট চাচ্ছেন। আড়াইহাজারে ভোটের মাঠে রয়েছে ৪ জন প্রার্থী। বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির মো. হাফিজুল ইসলাম কাস্তে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নাসির উদ্দিন হাতপাখা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের তেমন ভোট নেই।

আড়াইহাজারে পথে ঘাটে চায়ের দোকানে বাড়িতে বাড়িতে এখন বেজে উঠেছে নৌকা আর ধানের শীষের প্রতিধ্বনি। পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা।

নারায়ণগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম বাবুর সাথে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তরুণ ভোটারদের যে দলের প্রার্থী বেশি আকৃষ্ট করতে পারবে সেই দল এখানে বিজয়ী হবে।

তবে রাজনীতে শেষ বলে কোন কথা নেই, জনগণ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবেন।

স্পন্সরেড আর্টিকেলঃ