আজ শনিবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের গাড়ী চালককে কুপিয়ে জখম

আড়াইহাজারে ফায়ার সার্ভিস

আড়াইহাজারে ফায়ার সার্ভিস

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কামাল হোসেন নামে স্থানীয় ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের এক গাড়ী চালককে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল ৭টায় স্থানীয় ঝাউগড়া এলাকায় এই ঘটনা ঘটে। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ।

আড়াইহাজার ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের ইনর্চাজ শ্রী রঞ্জিত কুমার সাহা জানান, ফায়ার সার্ভিসের স্থানীয় কার্যালয়ের পাশে একটি ডোবা ভোগদখল নিয়ে স্থানীয় নোয়াপাড়া এলাকার আনসরের ছেলে আমজাতের সঙ্গে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সে দীর্ঘদিন ধরে এ জমিটি দখল করার চেষ্টা করে আসছিল। তিনি আরও জানান, জমিটি দখলে ব্যর্থ হয়ে রোববার সকালে আমাদের গাড়ীর চালক কামাল হোসেনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে উযুপরি কোপানো হয়। এসময় তিনি স্থানীয় ঝাউগড়া এলাকায় সড়কে শারীরির চর্চ্চা করছিলেন। এসময় তিনি মারাত্মকভাবে রক্তাক্ত জখম হয়েছেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।

স্পন্সরেড আর্টিকেলঃ