আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে  শুক্রবার ( ১০ মে)  সকাল ৯টায় হারপিক খেয়ে উমী (২৫) নামে এক মালদ্বীপ প্রবাসীর স্ত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। তাকে আশঙ্কা জনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। শ্বাশুরি আমেনা জানান, স্থানীয় রামচন্দ্রী এলাকার ইকবালের মেয়ের সঙ্গে তার ছেলে মালদ্বীপ প্রবাসী আজিজুলের সাত বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এ পর্যন্ত কোন সন্তান জম্ম নেয়নি। এনিয়ে তাদের দাম্পত্য জীবনে কিছু কলহ দেখা দেয়।

এদিকে হাসপাতলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মোশারফ বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কা জনক।