আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পোশাক শ্রমিকের আত্মহত্যা

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজরে সৎ মায়ের সাথে অভিমান করে আনিকা (১৫) নামে এক পোশাক শ্রমিক আত্মহত্যা করেছে।

বুধবার ১০ই ফেব্রুয়ারি সকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরিন্দী গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত আনিকা নরিন্দী গ্রামের ইব্রাহীমের মেয়ে।

জানা যায়, আনিকা সৎ মায়ের সাথে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সকাল ৮টার দিকে বাড়িতে কেউ না থাকায় সৎ মায়ের সাথে অভিমান করে নিজ ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী। পরে স্বজনরা ঘটনাটি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে  ঝুলন্ত অবস্থায় আনিকার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ  জেনারেল হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে।

এ বিষয়ে আড়াইহার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।