আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পেটানো মামলার প্রধান আসামী গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পূর্বশত্রুতার জেরে মোশারফ হোসেন রাজু (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে রক্তাক্ত জখম করা মামলার প্রধান আসামী চাঁনবাদশাহকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে ২ সেপ্টেম্বর কালাপাহাড়িয়া পুলিশ ফারির ইনচার্জ বিজয় কর্মকার গোপন সংবাদের ভিত্তিতে রাধানগড় বাজার থেকে তাকে গ্রেফতার করেন। সে কালাপাহাড়িয়া ইউনিয়নের নয়াগাও গ্রামের রিয়াজদ্দিনের ছেলে। রাজুকে কুপিয়ে জখম করার দায়ে ১৮ আগস্ট তার বাবা মোয়াজ্জেম বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ৩ সেপ্টেম্বর তাকে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান ,তার বিরুদ্ধে থানায় একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে।

উল্লেখ্য গত ১৭ আগস্ট কলেজ ছাত্র রাজুকে পুর্বশত্রুতার জেরে কুপিয়ে জখম করা হলে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।। সে ঢাকার ডেমরা এলাকায় অবস্থিত ডা. মাহাবুব মোল্লা কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

সর্বশেষ সংবাদ