আজ বৃহস্পতিবার, ১৪ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পুকুরে বিষ প্রয়োগে মাছ হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নে হাজী সুলেমান মৎস প্রজেক্টের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ফতেপুর ইউনিয়নের আখরপাড়া এলাকায় রাতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ভুক্তভূগি জানান, উপজেলা নৈকাহন গ্রামের বাহর আলীর ছেলে হাজী সুলেমান মৎস প্রজেক্ট করে দীর্ঘদিন ধরে মাছের ব্যবসা করে আসছে। সুলেমান জানান, পূর্বশত্রুতার জেড় ধরে আমার এই পুকুরে বিষ দিয়ে প্রায় ১০ লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে। এই সংবাদ পেয়ে ফতেপুর ইউপি চেয়ারম্যান আবু তালেব মোল্লা মৎস প্রজেক্ট এলাকা পরিদর্শন করেছেন।

এই ব্যাপারে সুলমান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ করেন। থানার ওসি আক্তার হোসেন জানান, তদন্ত সাপেক্ষে কেউ জড়িত থাকলে তাকে আইনের আওয়াতায় আনা হবে।