আজ মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশু মৃত্যু

পানিতে ডুবে আড়াইহাজারে সাকিব (১০) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার ৫নং ওয়া‌র্ডের বেপাড়ীপাড়া গ্রামের এক‌টি খাল থে‌কে তার মর‌দেহ উদ্ধার করা হয়।

নিহত সাকিব গোপালদী পৌরসভার ৫নং ওয়া‌র্ডের বেপাড়ীপাড়া গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে।

জানা গেছে, সকাল ১১টার থেকে সাকিবকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর ১টার দিকে বাড়ীর পাশের খাল থেকে ভাসমান অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাকিব গোপালদী নুরানী মাদরাসার ছাত্র ছিলো।

হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আরিফ হোসেন ভুঁইয়া জানান, হাসপাতালে আনার আগেই সে মারা গেছে।

সর্বশেষ সংবাদ