আজ শুক্রবার, ১৪ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পাগলা শিয়ালের আক্রমনে শিশু সহ আহত ৯

আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাগলা শিয়ালের আক্রমনে শিশুসহ ৯ জন আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার ফতেপুরসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লতব্দী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইমন (১৩), ইজ্জত আলীর ছেলে তোফাজ্জল হোসেন (৫৫), নুরুল হকের স্ত্রী মমতাজ বেগম ৫০),জলিলের ছেলে সোহেল (৩৫), চৌথারকান্দা এলাকার সাত্তারের স্ত্রী পদবানু (৭০), কাইয়ুমপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে বেনু মিয়া( ৬৫), সত্যভান্দি এলাকার রজব আলীর ছেলে হাবিবুর রহমান (২৬), কাইয়ুমপুর গ্রামের মোন্তফার স্ত্রী রোকেয়া (৪৫) ও আলী হোসেনের ছেলে সজিব (১৯)। আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. জাহাঙ্গীর জানান, বুধবার রাত ৮টা থেকে ৯টার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিয়ালে কামড়ে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তবে আহতদের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে উন্নত চিকিৎসার জন্য রাতেই সবাইকে ঢাকার মহাখালী হাসপাতালে প্রেরণ করা হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ