আড়াইহাজার প্রতিনিধি:
ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পোড়িয়ে হত্যাকারীদের ফাঁসির দাবীতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার একটি মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। মিছিলে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এমদাদুল উলুম আলীম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোজ্জামেল হক জুয়েল।
তারা মিছিল নিয়ে আড়াইহাজার ইউএনও সোহাগ হোসেনের কার্যালয়ের সামনে গিয়ে বক্তব্য রাখেন। এ সময় ইউএনও তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। তিনি বলেন, নুসরাতকে একদল নরপশু নৃসংশভাবে আগুনে পোড়িয়ে হত্যা করেছে। আমি এ হত্যাকারীদের ফাঁসির দাবী জানাচ্ছি।
সেই সাথে যারা এখনো গ্রেপ্তার হয়নি তাদের দ্রুত গ্রেপ্তারেরও দাবী জানাচ্ছি। এ সময় জুয়েল বলেন, নুসরাতের হত্যাকারীদের বিচার ও পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তাদের দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে। যেন আর কোনো নুসরাতকে আমাদের এভাবে হাঁরাতে না হয়।