আজ শুক্রবার, ৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে নির্মাণ শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু

শ্রমিকের মৃত্যু

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাকির (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সে স্থানীয় গিরদা তেলীপাড়া এলাকার মৃত আম্বর আলীর ছেলে। শনিবার বেলা ১১টায় কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সামির আলীর মালিকানাধীন একটি নির্মাণধীন একটি সেটের ওপর থেকে হঠ্যাৎ সে সঁটকে পড়েন। এতে তার মুখমুন্ডল থেঁতলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রুপগঞ্জের গাউছিয়া এলাকায় ইউএস-বাংলা মেডিকেল কলেজ নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।