আজ বুধবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দৃর্গন্ধ যুক্ত চামড়ার স্তুপ রোগ ছড়াচ্ছে

 

আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুর্গন্ধ যুক্ত চামড়ার স্তুপ যানবাহনের যাত্রী, পথচারী এবং এলাকাবসির মধ্যে নানা প্রকার রোগ ছড়াচ্ছে। ঈদের দিন থেকে স্তুপ করে রাখা চামড়া গুলো পঁচে বিশ্রী দূর্গন্ধের সৃষ্টি হয়েছে। যার ফলে বাস, সিএনজি অটো রিকশা সহ সকল প্রকার যানবাহনের যাত্রী ও পথচারীরা চরম ভোগান্তি পোহাচ্ছে।

জানা গেছে, প্রতি বছর ঈদুল আযহায় স্থানীয় রামচন্দ্রদী গ্রামের শ্রী নগরবাসি নামে এক চামড়া ব্যবসায়ি কোরবানির পশুর চামড়া কিনে এখানে স্তুপ করে রাখেন। এবার ও তার ব্যাত্যয় ঘটেনি। ঈদের প্রায় ১ সপ্তাহ পেরিয়ে গেলেও তিনি এখান থেকে চামড়া গুলো সরাচ্ছেন না। ফলে চামড়া থেকে সৃষ্ট দুর্গন্ধে নানা প্রকার রোগ ছড়াচ্ছে যানবাহনের যাত্রী, পথচারী এবং স্থানীয় লেকজানের মধ্যে। মাঝে মাছে চামড়া গুলো পলিথিন দিয়ে ঢেকে রাখলেও দুর্গন্ধ কমছে না। এ নিয়ে ওই ব্যবসায়ির কোন মাথা বেথা নেই।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, চামড়া গুলো সরানোর ব্যাপারে ব্যবসায়ি নগরবসি কে বলা হবে। এর পর ও না সরালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

 

স্পন্সরেড আর্টিকেলঃ