আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০জন আহত

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জের আড়াইহাজারের জমিসংক্রান্ত বিরোধে জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০জন আহত হয়েছে। আজ সকাল ১০টায় উপজেলার মারুয়াদী গ্রামে জমির সীমানা প্রাচীর নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ বাধে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুত্ব আহত পাচঁ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে দীন ইসলামের জমিতে মহিবুল্লাহ তার লোকজন নিয়ে সীমানা পিলার দেয়। এতে দীন ইসলাম এসে বাধাঁ দিলে প্রথমে তাদের মধ্যে বাকবিন্ডার হয়। এক পর্যায়ে দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জরিয়ে পরে। এতে নারীসহ ২০জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় গুরুত্ব আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনর্চাজ আক্তার হোসেন জানান, সকালে মারুয়াদী গ্রামে জমিসংক্রান্ত বিরোধে জের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে হয় এতে কয়েকজন আহত হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।