আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষ আহত-২০

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার সকালে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের আহত হয়েছেন অন্তত ২০ জন। এদের মধ্যে জসিমউদ্দিন, তাইজউদ্দিন, আমির হামজা, কামাল, নুরুননবী, শাহনাজ নেছা, হাসিনা, রেজিয়া, রুপা, আজগর আলী, শুকুর আলী, কামাল, মারফর আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাইজউদ্দিন নামে এক ব্যাক্তিকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শালমদী নয়াপাড়া এলাকায় জসিমউদ্দিনগং ও আজগরগংদের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই ঘটনায় ১২জন আসামি করে জসিমউদ্দিনগংয়ের পক্ষ থেকে আনোয়ার নামে এক ব্যাক্তি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আহত জসিমউদ্দিন জানান, তার বাড়ির পাশে একটি ফসলি জমি দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছেন। জমিটি নিয়ে নারায়ণগঞ্জের আদালতে মামলা হয়েছিল। সম্প্রতি মামলার রায় তাদের পক্ষে নিম্প্রতি হয়। সোমবার সকালে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা করে প্রতিপক্ষের অজগর আলী গংয়েরা। এসময় বাঁধা দিলে দা দিয়ে কোপিয়ে তাদের লোকজনকে গুরুতর আত করা হয়।

তবে আজগর আলী জানান, তাদের জমি জোরপূর্ব দখল করতে আসে প্রতিপক্ষের লোকজন। বাঁধা দিয়ে তাদের লোকজনকে ধাঁরালো অস্ত্র দিয়ে কোপিয়ে আহত করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন বিরোধপূর্ণ একটি জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষই ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জ্বিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ঘে লিপ্ত হন। এসময় উভয় পক্ষের অন্তত ২০জন আহত হয়েছেন। আড়াইাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এই ঘটনায় একপক্ষ অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।