আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই বোনের আত্মহত্যা

কীটনাশক পান করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়  মিতু ও মিলা (১৮)  নামে জমজ দুইবোনের আত্মহত্যা করেছে। তাঁরা উপজেলার উচিৎপুরা ইউপির আতাদীর সীতারামকান্দী এলাকার নাঈম মিয়ার মেয়ে।

২৮ জুন শুক্রবার বিকাল ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বেলা ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এর আগে সকাল ১০টায় তারা এক সঙ্গে কীটনাশক পান করে।

স্থানীয় ২নং ওয়ার্ডের সাধারণ সদস্য মোহাম্মদ আলী বলেন, ১৫ বছর আগে তাদের মা রহিমা খাতুন দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়। এর পর বাবা নাঈমও দ্বিতীয় বিয়ে করেন। তখন থেকেই মিতু ও মিলা নানার বাড়ি সীতারামকান্দিতে থাকতো। পাশাপাশি মদনপুর এলাকায় একটি বিস্কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। শুনতে পেরেছি বৃহস্পতিবার রাতে এসে মামা মোস্তফা মিয়া দুইবোনকে শাসন করেছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ময়নাতদন্তের পর সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হবে। নিহত পরিবারের কেউ কোন অভিযোগ করেনি।