আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ,আহত ২০

নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজারে রোববার বাড়ির রাস্তা নিয়ে বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ আহত হয়েছেন।

আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন সাদেক, খাদিমুন বেগম,আল-আমিন,শাহজাহান কবির, হালিমা বেগম, আলম, রাসেল,শাহ আলম, বারেক ও রতন। অন্যদের স্থানীয় বিভিন্ন সেবা কেন্দ্রে ভর্তি করা হয়।

খাদিমুন বেগম ও রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ছোট বিনারচর এলাকায় সাদেক ও বারেক গ্রুপের মধ্যে সংর্ঘষের এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, স্থানীয় ছোট বিনারচর এলাকার সাদেকের সাথে একই এলাকার বারেকের বাড়ির রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রোববার বিকালে হঠ্যাৎ দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় বারেক মিয়ার লোকজন সাদেকের লোকজনের ওপর অতর্কিত হামলা চলায়। এসময় বাঁধা দিয়ে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁেধ যায়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ দেয়নি