আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে কিছু এলাকায় এখনো শীতল পাটি তৈরি করে জীবন জীবিকা চালাচ্ছে কিছু পরিবার। সময়ের পরিবর্তনে প্লাষ্টিকের পাটি বাজারে আসার কারনে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে মনোমুগ্ধকর শীতল পাটি।
আড়াইহাজারের দুুপ্তারার মনোহর, দেওয়ানপাড়া এলাকার কিছু হিন্দু পরিবার এখনো শীতল পাটি তৈরি করে জীবন নির্বাহ করছে।
একটা সময় এই শীতল পাটি তৈরি করে স্বাবলম্বী হয়েছে অনেক পরিবার। রাত দিন পরিবারের সকলে এই পাটি তৈরির কাজে ব্যস্ত থাকতো। বাড়ির চার পাশে মোরতা গাছ লাগিয়ে পাটির কাজে ব্যবহার করতো। প্রতিমাসে প্রত্যেকে ১০০০০ থেকে ১৫০০০ টাকা আয় করতো। কালের বির্বতনে শীতল পাটির ঐতিহ্য আজ বিলীনের পথে।
এই ব্যাপারে ষাটোর্ধ সুভাষ দাস বলেন, এখন আগের মতো মোরতা পাওয়া যায় না, যার কারনে পাটি বানিয়ে লাভ ও কম হয়। অন্যদিকে এই কাজে আগের মতো লোক ও পাওয়া যায় না। আমি দীর্ঘদিন এই পেশার সাথে আছি তাই ছাড়তে পারছি না। প্রতিদিন গড়ে একটি বা দুইটি পাটি বানাতে পারি। যা দিয়ে কোন রকমে সংসার চলে যাচ্ছে। তবে এই পাটি যদি ব্যাপক ভাবে তৈরি করা যায় তাহলে অনেক লাভের সম্ভাবনা আছে।
এছাড়া সরকার সহযোগিতা করলে ঐ অঞ্চলে পাটি শিল্প অঞ্চল হিসেবে গড়ে ওঠার ব্যাপক সম্ভবনা রয়েছে।