আজ বুধবার, ২০শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ট্রাক্টর চালক নিহত

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে  বৃহম্পতিবার (২৩ মে)  ট্রাক্টরের ব্লেডের আঘাতে রওশন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। তাকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে স্থানীয় হাইজাদী ইউপি’র আফুরদী এলাকার নেয়াজ আলীর ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিতে চাষ শেষে তিনি চালু অবস্থায়ই ট্রাক্টরের ব্লেড পরিস্কার করতে ছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি গুনায়মান ব্লেডের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন। এতে তার শরীরিরের বিভিন্ন স্থানে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক আরিফ বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্য হয়েছে। তিনি আরো জানান, আঘাত প্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ব্যাপারে যেহেতু কারো কোনো অভিযোগ নেই। তাই মরদেহ ময়নাতদন্ত করা হয়নি।