আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে টিউবওয়েলের পানি পান করে দুই স্কুল শিক্ষার্থী অসুস্থ

আড়াইহাজার  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি স্কুলের টিউবওয়েলে বিষ মেশানো পানি পান করে মিরাজ ও সজিব নামে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। শনিবার ব্রাহ্মন্দী ইউনিয়নের দক্ষিণ বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থী মিরাজ ও সজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এম এ সায়েম জানান, শনিবার সকাল নয়টার দিকে স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী মিরাজ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সজীব টিউবওয়েলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। অন্যান্য শিক্ষার্থী প্রধান শিক্ষককে অবগত করলে তিনি বিদ্যালয়ের সভাপতিকে জানান। বিদ্যালয়ে সভাপতি হুমায়ুন কবির দুই ছাত্রকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা করাতে নিয়ে আসেন। পরে উপজেরা নির্বাহী অফিসার সোহাগ খানকে অবগত করলে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিব ইসমাইল ভূইয়াকে সরেজমিনে টিউবওয়েলের পানি পরিক্ষার করতে বলেন। ডা. হাবিব ইসমাইল ভূইয়া বিদ্যালয়ে গিয়ে টিউবওয়েল পরীক্ষা করে পানিতে বিষের পরিমান পান।

তিনি ওই টিউবওয়েল সীলগালা করার নির্দেশ দেন। ডা. হাবিব ইসমাইল ভূইয়া জানান, কীটনাশক মারার বিষাক্ত ওষুধ টিউবওয়েলে ফেলানো হয়েছে। কিন্তু বিষের পরিমান কম থাকায় বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি।

বিদ্যালয়ে সভাপতি হুমায়ুন কবির জানান, এর পূর্বেও দুর্বৃত্তরা বিদ্যালয়ের আঙ্গিনায় লাগানো প্রায় ২৫ হাজার টাকার বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে ক্ষতিসাধন করে। এছাড়া বিদ্যালয়ের জানালার কাচগুলো রাতের আধারে ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা।