নারায়ণগঞ্জের আড়াইহাজারে শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে জাম গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম (৩৫) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী কলাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত শফিকুল একই ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের নুরুল ইসলামের ছেলে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রোববার দুপুরের দিকে শফিকুল ইসলাম তার শশুর বাড়ি বিশননন্দী কলাপাড়া গ্রামে জাম পাড়তে গাছে উঠে। জাম গাছের ডগায় উঠার পর তিনি জাম পাড়তে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যান। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে যায় এবং তিনি মারাত্মক জখম হন। পরে শশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত শফিকুল প্রায় এক যুগ প্রবাসে অবস্থান করে সম্প্রতি দেশে ফিরেন।