আড়াইহাজারে ছিনতাইয়ের অভিযোগে ১৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । মঙ্গলবার দুপুরে উপজেলা জাঙ্গালিয়া গ্রামের বসির মিয়া বাদী হয়ে কাদিরিয়া গ্রামের জাফর, আবু সাইদ, আনার হোসেনসহ ১৩ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন।
বাদী বসির মিয়া ঘটনার বিবরনে বলেন, আসামীরা তার ভাই আব্দুল বাছেদের সাথে কিছুদিন আগে ড্রামটাকের বালু নিয়া বাকবিতন্ডা করে। এর জের ধরে মঙ্গলবার সকালে আব্দুল বাছেদ ইটের টাকা নিয়া জাঙ্গালিয়া নদীর পার যাওয়ার সময় রশিদ মেম্বারের বাড়ির সামনে আসামীরা তার উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাথারি আঘাত করে বাম হাতে ও বুঁকের পাজর জখম করে। সেই সাথে তারা আব্দুল বাছেদের কাছে থাকা দুই লাখ ২০ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরিবর্তিতে আশেপাশের লোকজন আহত আব্দুল বাছেদকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তবে আসামীরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে জানান, পুর্ব শক্রতার জের ধরে এ মামলা দায়ের করেছে।
মামলা বিষয়টি নিশ্চিত করে থানার ওসি নজরুল ইসলাম বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে।