আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সোমবার দুইদিন ব্যাপী শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা মেলার উদ্বোধন করা হয়েছে। ‘শিশু ও নারী উন্নয়নের সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের জিওবি-এর আওতায় উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ হল অডিটরিয়ামে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবু।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুরাইয়া খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, জেলা তথ্য অফিসার সিরাজ উদৌলাখান, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লোকমান হোসেন, থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, আড়াইহাজার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ মোল্লা প্রমুখ।