আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজারে পূর্বশক্রতার জের ধরে বৃহম্পতিবার বিকালে একটি কাপড়ের গোডাউনে আগুন দেওয়া হয়েছে। এতে প্রায় ৫ লাখ টাকার মালের ক্ষতিক্ষতি হয়েছে বলে মালিকপক্ষের দাবী। নগর ডৌকাদী এলাকায় কাপড় ব্যবসায়ী জসিমউদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে আশেপাশের লোকজন এসে পানি ও বালি দিয়ে আগুন নিয়ন্ত্রনে নেয়।
ক্ষতিগ্রস্ত জসিমউদ্দিন জানান, গত মঙ্গলবার তার প্রতিবেশী মোজামেলের ছেলে শাহাদাত ও আম্বর আলীর ছেলে বাচ্চুসহ আরো কয়েক যুবক তার বাড়ির পাশে বাগান বাড়িতে ক্রিটেক খেলছিল। এতে গাছপালা নষ্ট হচ্ছিল। এ সময় তাদের সেখানে খেলতে বাঁধা দেওয়া হলে তার ছেলে স্ত্রী সেলিনাকে ব্যাট দিয়ে বুকে আঘাত করা হয়। পরে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলে পুলিশ শাহাদাতকে আটক করে।
পরে স্থানীয়দের অনুরোধে পুলিশ তাকে ছেড়ে দেয়। জসিমউদ্দিনের দাবী এরই জের ধরে বৃহম্পতিবার বিকালে তার বাড়িতে কাপড়ের গোডাউনে শাহাদাতসহ অন্যরা আগুন দিয়ে থাকতে পারেন বলে তার ধারণা। এদিকে
আড়াইহাজার থানার এসআই রফিউদৌলা বলেন, অভিযোগের ভিত্তিতে শাহাদাত নামে এক যুবককে আটক করা হয়েছিল। পরে বিষয়টি মিমাংসার কথা বলে স্থানীয়দের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়। তবে আগুন দেওয়ার ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।