রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:- নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার মুকুন্দী গাজীপুরা গ্রামে গতকাল বৃহষ্পতিবার ভোর ৫টার দিকে হীরা আক্তার ( ২৬) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ তার নিজের শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের ওমর আলীর পুত্র পাওয়ারলুম শ্রমিক শরীফের স্ত্রী।
জানা গেছে, ওই সময় স্বামী শরীফ পাওয়ারলুমের ডিউটি থেকে বাড়ীতে এসে স্ত্রী কে ডাকা ডাকি করলে দরজা না খোলার কারণে লোকজন জড়ো করে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে ঘরের ধন্যার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পায়। এর পর পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে পাঠায়। নিহত হীরা আক্তার উপজেলার জোকারদিয়া গ্রামের আঃ কুদ্দুছের মেয়ে। গত এক বছর আগে তাদের বিয়ে হয় বলে জানা যায়। তার কোন সন্তান নেই। তাদের স্বামীÑস্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে প্রতিবেশীরা জানায়। পুলিশ জানায়, ঘটনা রহস্য জনক। ময়না তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আড়াইহাজার থানায় একটি ইউডি মামলা হয়েছে।