আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। বুধবার রাতে গৃহবধূ নিজে বাদী হয়ে কাদির নামে এক ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন।
সে স্থানীয় ছোটমোল্লারচর এলাকার মৃত মন্নার ছেলে। মামলায় উল্লেখ্য করা হয়েছে প্রায় সময় গৃহবধূকে উত্যক্ত করে আসছিল কাদির। ২৬ মার্চ দুপুরে বাড়িতে তাকে একা পেয়ে ঘরে ঢুকে ধষণের চেষ্টা করে।
পরে তাদের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে ওই গৃহবধূ ছুটে বাইরে গিয়ে চিৎকার করলে লম্পট কাদির পালিয়ে যায়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হুমায়ন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।