আড়াইহাজার (নারায়নগঞ্জ) প্রতিনিধি:
নারায়গঞ্জের আড়াইহাজারে সুলতানা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধায় উপজলার ব্রাম্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামে।
স্থানীয়রা জানান দুই বছর পুর্বে বালিয়াপাড়া গ্রামের আসাদ মিয়ার মেয়ে সুলতানার সাথে একেই গ্রামের সামছু মিয়ার ছেলে সোহেলের সাথে ইসলামী সরিয়া বিত্তিক বিয়া হয়। বিয়ের পর তাদের দাম্পত্ব জিবন সুখেই কাটছিল। এরই মধ্যে সুলতানা ৬ মাসের অন্তসত্বা হয়ে পরে।
কিন্তু সোহেল দুই-তিন মাস যাবত তার স্ত্রীর সাথে প্রায়ই ঝগড়ায় লিপ্ত হয়। তিন আগষ্ট (শুক্রবার) ভোরে স¦ামী-স্ত্রীর মাঝে ঝগড়া হয়। এরই জের ধরে স্বামীর সাথে অভিমান করে সুলতানা ওই দিন সন্ধায় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের আড়ার সাথে গলায় ওরনা পেচিয়ে ফাঁস দেয়।
স্বজনরা সুলতানাকে ঝুলনÍ অবস্থায় দেখে তাকে নামিয়ে ভুলতা আল-রাফি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর ডাঃ তাকে মৃত ঘোষনা করে। আড়াইহাজার থানা পুলিশ লাশটি উদ্বার করে নারায়নগঞ্জ মর্গে প্রেরণ করেছে। থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান থানায় একটি অপমৃত্যূ মামলা হয়েছে। পোস্টমর্টাম রির্পোট আসার পর বুঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।