আজ বুধবার, ১৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ বুধবার উপজেলার সরকারী সফর আলী কলেজ এলাকায় চেকপোস্ট স্থাপনের মাধ্যমে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, মোঃ মামুন (২৭) ও সোহেল রানা (২৮)।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ মামুন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর এলাকার মোঃ জাকির হোসেন এর ছেলে এবং ২নং আসামী সোহেল রানা একই থানাধীন মালকী পাড়া এলাকার মোঃ আলী এর ছেলে। তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজশে বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।