আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারের বালিয়াপাড়া এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ আশি বছর বয়সী শাহাজউদ্দিন নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মিয়াজউদ্দিনের ছেলে। আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার এসআই রাকিব জানান, স্থানীয় সংরক্ষিত নারী আসনের এক মেম্বারের স্বামীর ছত্রছায়ায় শাহাজউদ্দিন র্দীঘদিন ধরেই মাদক দ্রব্য বিক্রি করে আসছিল। পুলিশ তাকে হাতেনাতে আটকের চেষ্টা করে। পরে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা করা হয়েছে।