আজ রবিবার, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে খাল খনন প্রকল্পের উদ্বোধন

নারায়নগঞ্জের আড়াইহাজারে ৬ কি,মি দৈর্ঘের  কাইন্দী ও কাটাখালী খালের পুনঃখনন কাজের  উদ্বোধন করেছেন নারায়নগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু। রোববার সকাল ১০টায় এ খালের পুনঃখননের উদ্বোধন করা হয়। বিএডিবির চলতি ২০১৯-২০ অর্থবছরের প্রকল্পের আওতায় আড়াইহাজার উপজেলার ৪ কি,মি দৈর্ঘ্যরে কাইন্দী ও ২.১০কি,মি দৈর্ঘ্য বিশিষ্ট কাটাখালী খাল পুনঃখনন করা হবে। এর ফলে হাইজাদী ইউনিয়নের প্রায় ১৫০০ একর জলাবদ্ধ জমির পানি নিষ্কাশিত হবে। উক্ত প্রকল্পের অধীনে সেচের পানির অপচয় রোধে ২ কিউসেক ও ৫ কিউসেক এলএলপি স্কীমে ৭০০ মিটার ভুগর্ভস্থ সেচনালা নির্মাণ করা হবে। উদ্ধোধন শেষে কাইন্দী ব্রীজ সংলগ্ন মাঠে খননের উপকারিতা সম্পর্কে আলচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, মেয়র সুন্দর আলী, হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন, প্রকল্প পরিচালক পরিতোষ কুমার কুন্ডু,প্রকৌশলী এ বি এম মাহমুদ হাসান খান,সুশান্ত দেবনাথ উপসহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ)আড়াইহাজার ইউনিট, সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ সোহাগ হোসেন।