সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ-২ আসন, আড়াইহাজার থেকে মনোনয়নপত্র ক্রয় করেছেন খোকন জসিম। তিনি বাংলাদেশ কৃষক শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও আড়াইহাজার থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি। তিনি স্থানীয় হাইজাদী ইউনিয়নের ইলুমদী এলাকার হাফেজ মোতাহারের ছেলে। বৃহম্পতিবার তিনি কৃষক শ্রমিকলীগের প্রধান কার্যালয় মতিঝিল থেকে মনোনয়নটি সংগ্রহ করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ র্দীঘদিন ধরে রাজনীতিক অঙ্গনে সরব রয়েছেন। তিনি ২০০১ সালে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেন। ২০০২ সালে কৃষক শ্রমিকলীগে যোগদান করেন। এর আগে দীর্ঘদিন ধরে তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত ছিলেন। ২০০৭ সালেও তিনি কৃষকশ্রমিক লীগ থেকে দলীয় মনোনয় পেয়েছিলেন। খোকন জসিম বলেন, আমি র্দীঘ ৪০ বছর ধরে রাজনীতি করছি। আমি আড়াইহাজারে একটি সুষ্ঠ ধারার রাজনীতি চালু করতে চাই। তিনি আরও বলেন, এখানকার ভোটাররা এবার পরিবর্তন চাচ্ছেন। তাই আমি দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছি। আশা করছি ‘ঐক্যফ্রন্ট’ থেকেও আমাকে ঘোষণা করা হবে।