আজ মঙ্গলবার, ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৮

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের আড়াহাজারে এক শিশুসহ একই পরিবারের আরো দুই ব্যক্তি নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরা হলেন আনোয়ারা বেগম (৫৫), তার ছেলে আবদুল্লাহ আল মামুন (৩০) ও নাতি হাবিবুল্লাহ (১)। তারা সবাই  আক্রান্ত হানিফ মিয়ার পরিবারের সদস্য। তিনি স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার মার্দাটেক এলাকায় বসবাস করতেন। এর আগে তাদের নমুনা  সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। এনিয়ে আড়াইহাজারে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে।  বুধবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. সায়মা আফরোজ ইভা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নতুন করে একই পরিবারের এক শিশুসহ আরো দুই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে হানিফ নামে এক ব্যক্তি আক্রান্ত হন। নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন তার স্ত্রী আনোয়ারা, ছেলে আবদুল্লাহ আল মামুন ও নাতি হাবিবুল্লাহ।

আরো পড়ুন: আড়াইহাজারের এমপি প্রার্থী করোনায় আক্রান্ত

প্রসঙ্গত আড়াইহাজার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন রেজাউল (৪৫)। তিনি উপজেলার দুপ্তারা ইউনিয়নের বান্টিবাজার এলাকার মৃত হাজী আব্দুল সালামের ছেলে। তিনি বান্টিবাজারে কাপড়ের ব্যবসা করতেন। সেই সুবাদে তিনি ঢাকার গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় যাতায়ত করতেন। নার্গিস আক্তার (২৮)। তিনি স্থানীয় দুপ্তারা ইউনিয়নের দড়ি সৎভান্দি এলাকার আনোয়ারের মেয়ে এবং সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার খোকনের স্ত্রী। তিনি স্বামীর বাড়িতেই থাকতেন। অসুস্থ্যতা নিয়ে তিনি বাবার বাড়ি আড়াইহাজারে আসেন। হানিফ (৬৫)। তিনি স্থানীয় বিশ্বনন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দড়ি বিশ্বনন্দী দক্ষিণপাড়া এলাকার তারা মিয়ার ছেলে। তিনি ঢাকার মার্দাটেক এলাকায় বসবাস করতেন। কবির (৬০)। তিনি দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও নয়াপাড়া এলাকার ওয়ারিশ মোল্লার ছেলে। তিনি স্থানীয় মসজিদে যাতায়ত করতেন। ধারণা করা হচ্ছে তিনি মসজিদে আসা তাবলীগ জামায়াতের সদস্যদের সংম্পর্শে গিয়ে সংক্রমিত হয়ে থাকতে পারেন। মাকসুদা বেগম (৩০)। তিনি উপজেলার বিশ্বনন্দী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দয়াকান্দা পশ্চিমপাড়া এলাকার নান্নু মিয়ার মেয়ে। তিনি ৮ এপ্রিল প্রথম এই উপজেলায় (কোভিড-১৯)-এ আক্রান্ত হন। তিনি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকায় বাসাবাড়িতে কাজ করতেন।

স্পন্সরেড আর্টিকেলঃ