আজ শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কবরস্থান থেকে ১৫টি কঙ্কাল চুরি

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্থানীয় একটি কবরস্থান থেকে প্রায় ১৫ কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে স্থানীয় বগাদী কান্দাপাড়া এতিম খানা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী কবর খোঁড়া অবস্থায় দেখতে পেয়ে তারা শিক্ষকদের জানায়। খবর পেয়ে কবরস্থানের আশপাশের বিভিন্ন এলাকার শত শত লোক কবরস্থানে ছুটে আসেন।গত মঙ্গলবার রাতে ফতেপুর ইউপির ঘোলগ্রাম বগাদী কান্দাপাড়া কবরস্থানে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় হাসেম আলী নামে অবপ্রাপ্ত এক শিক্ষা অফিসার জানান, বগাদী এলাকার হেলাল উদ্দিনের ছেলে জয়নাল, কেনুর ছেলে সেরাজ উদ্দিন,বড়কান্দাপাড়া এলাকার আলী মুল্যাহ, একই এলাকার সুবু ভূঁইয়া, স্থানীয় আমান মাস্টারের স্ত্রীসহ প্রায় ১৫টি মৃত্যু ব্যক্তির কঙ্কাল চুরি হয়েছে। তবে কে বা কারা রাতের আধাঁরে কঙ্কাল চুরি করেছে তা কেউ জানাতে পারেনি।

মাদ্রাসার এক শিক্ষার্থী জানান, ২১টি কবর খোঁড়া হয়েছে। এর মধ্যে ১৫টি কবরের কঙ্কাল চুরি হয়েছে। এদিকে কবরস্থান কমিটির সভাপতি সাবেদ আলী বলেন, ‘কঙ্কাল চুরির ঘটনা এই প্রথম দেখলাম। এমন ভয়ংকর ঘটনা খুবই উদ্বেগ জনক।’ ধারণা করা হচ্ছে এর পেছনে একটি চক্র জড়িত রয়েছে। তবে তাদের দ্রুত খুঁজে বের করতে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমি দাবী জানাচ্ছি।

এ ব্যাপারে জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্বৃত্তদের সনাক্তের চেষ্টা চলছে।

স্পন্সরেড আর্টিকেলঃ