রফিক রানা,আড়াইহাজার সংবাদদাতা: নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি খারিজা পর্চায় এ সি (ল্যান্ড) এর সই স্বাক্ষর জাল করার বিষয়ে দায়েরকৃত মামলায় কথিত সাংবাদিক তাইজুল ইসলাম (৩৫) কে গতকাল রোববার দুপুরে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে নিজেকে দৈনিক স্বাধীন দেশ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এ সি ( ল্যান্ড ) অফিসে জমির নামজারীর দালালি করে থাকে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে উক্ত অফিসের সম্প্রতি বদলী হওয়া এ সি (ল্যান্ড) নাজমা আশরাফি কর্তৃক তার সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় অভিযুক্ত দেখিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।
আড়াইহাজার থানার এস আই আজহার, মাহফুজ ও এস আই মোস্তাফিজ তাইজুলকে গ্রেফতারের বিষয়টি স্বীকার করেন।