আজ সোমবার, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এসিল্যান্ডের সীল স্বাক্ষর নকল করার ঘটনায় মামলা

আড়াইহাজার প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এসিল্যান্ডের স্বাক্ষর ও সীল জাল করে ভুয়া হাজিরা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রধান সহকারি মিজানুর রহমান দাবী হয়ে রোববার  দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় একটি মামলা করেছেন। মামলা নং- ১৭(৪)১৯ইং। আসামিরা হলো নরসিংদী জেলার মাধবদী থানাধীন কান্দাইল এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে কাজী সাজাহন ও আড়াইহাজার থানাধীন পাঁচবাড়িয়া এলাকার আব্দুল হেকিম ভূঁইয়ার ছেলে ইসমাইল ভূঁইয়া সাকের। তবে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

মামলার বিবরণের তথ্যমতে, মিস মোকাদ্দমা নং-৪০৮/১৮ইং চলতি বছরের জানুয়ারির ২ তারিখে রায় প্রদান করা হয়। কিন্তু নামজারি মোকাদ্দমা নং-৪৩৮/১৮ইং এর পক্ষে বাদী পক্ষ সাবেক এ্যাসিল্যান্ড রেজওয়ান-উল-ইসলামের স্বাক্ষর ও সীলমহর জাল করে ২৬-২,২২-২ ও ২-১-০১৯ইং ভুয়া হাজিরা দিয়েছেন। মামলায় আরও উল্লেখ্য করা হয়েছে, ২০১৮ সালের নভেম্বরের ১ তারিখে রেজওয়ান-উল- ইসলাম বদলী হয়ে নারায়ণগঞ্জের সদর সহকারি (ভূমি) অফিসে যোগাদান করেছেন।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এদিকে আসামি পক্ষও আড়াইহাজারের ভূমি অফিসের সংশ্লিদের বিরুদ্ধে দুদকে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।