আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে এমপি বাবুকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ ২ আসনের (আড়াইহাজার) এমপি নজরুল ইসলাম বাবু কে সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহম্পতিবার স্থানীয় বেসরকারি হাসপাতাল অ্যাড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, ডাক্তার সায়মা ইসলাম ইভা, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী, অ্যাডভোকেট আব্দুর রশীদ ভূঁইয়া, জেলা সিভিল সার্জন ডাক্তার এসানুল হক (মিলন), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিব ইসমাইল ভূঁইয়া, জেলা বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাক্তার ফারুকুল ইসলাম, আড়াইহাজার বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নাঈম আহম্মেদ মোল্লা প্রমুখ।