রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার প্রতিনিধি:-
আড়াইহাজার থানা পুলিশ শনিবার গভীর রাতে উপজেলার গোপালদী এলাকা থেকে সজিব (১৯) নামে এক যুবককে ১০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে। থানার এ এস আই শরিয়তুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কার হয়। গ্রেফতারকৃত সজিব গোপালদী পৌরসভাধীন গোপালদী বেপারী পাড়া গ্রামের ফালা মিয়ার ছেলে। পুলিশ জানায়, সে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে তাদের কাছে তথ্য রয়েছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।