আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ হোসেন গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১০পিস ইয়াবাসহ মোহাম্মদ হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে দুপ্তারা ইউনিয়নের গিরদা এলাকার দানেশ মিয়ার ছেলে। এ ঘটনায় বৃহম্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এসআই সজীব চন্দ্র সরকার বাদী হয়ে করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গিরদা চৌধুরীপাড়া এলাকায় ইয়াবা (ট্যাবলেট) বিক্রির সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আড়াইহাজার থানার এসআই সজীব চন্দ্র সরকার জানান, গ্রেফতার ব্যক্তি র্দীঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

সর্বশেষ সংবাদ