আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৫০ পিস ইয়াবাসহ স্বামী ও স্ত্রীকে আটক করেছে পুলিশ। এরা হলেন স্থানীয় মুকুন্দী এলাকার মৃত মফিজউদ্দিনের ছেলে ছেলু মিয়া ও তার স্ত্রী রাশিদা।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকাল ৯টায় পল্লীবিদ্যুত সংলগ্ন পুকুরপাড় থেকে ইয়াবা (ট্যাবলেট) বিক্রি কালে হাতেনাতে তাদের আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়।