আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২৫ পিস ইয়াবাসহ কবির (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় মারুয়াদী দক্ষিণপাড়া এলাকার ইসমাইলের ছেলে। রবিবার (৬শ্রাবন, ২১ জুলাই) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুয়াদী এলাকায় অবস্থিত আলিফ লাম ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা (ট্যাবলেট) উদ্ধার করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।