আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আড়াইহাজার  প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার ৫২ পিস ইয়াবাসহ সোহেল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে স্থানীয় ভল্লবদী পশ্চিমপাড়া এলাকার ইমাম আলীর ছেলে।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। সে কদম আলীর চকে নির্জন একটি স্থানে ইয়াবা বিক্রি করতে ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের একটি দল ওই এলাকায় ওঁৎ পাতে। এক পর্যায়ে পুলিশ তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হন।

আড়াইহাজার থানা এএসআই আমিনুল ইসলাম জানান, স্থানীয় কদম আলী নামক একটি চকে ইয়াবা বিক্রি করা হচ্ছে। এলাকাবাসীর দেওয়া এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার নামে মাদক দ্রব্যনিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।