আজ বৃহস্পতিবার, ২১শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭০ পিস ইয়াবাসহ পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। এরা হলো স্থানীয় হাইজাদী ইউপির কলাগাছিয়া এলাকার ইউছুফের ছেলে মজিবুর রহমান, আড়াইহাজার পৌরসভাধীন দিঘিরপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে সাইফুল একই এলাকার টিপু সুলতানের ছেলে ইকবাল হোসেন স্থানীয় ব্রাহ্মন্দী ইউপির উজানন্দি এলাকার জাফর আহম্মেদের ছেলে জাকারিয়া ইকবাল ও ফতেপুর ইউপির বগাদী এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে রেজাউল করিম।

আড়াইহাজার থানার পুলিশ গত মঙ্গলবার রাতে  অভিযান চালিয়ে তাদের আটক করে। ধৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। বুধবার তাদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, পুলিশের নিয়মিত অভিযানে তাদের আটক করা হয়েছে।