আজ সোমবার, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ইয়াবাসহ আমির হোসেন আটক

সংবাদচর্চা রিপোর্ট:

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজারে আমির হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ অক্টোবর) রাতে কালিবাড়ি বাজার এলাকায়  থেকে  তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ৫ গ্রাম হেরোইন ও ১০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আটক  আমির হোসেন রূপগঞ্জ উপজেলার হোরগাও এলাকার ফায়েজ আলীর ছেলে।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম সংবাদচর্চাকে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমির হোসেনের নামে মামলা হয়েছে ।  আসামীকে শনিবার সকালে নারায়ণগঞ্জ কোর্টে চালানা করে দেয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ