নিজস্ব প্রতিবেদক: আড়াইহাজার থানা পুলিশ অভিযান চালিয়ে গিদা নতুন বাজার এলাকা থেকে পিয়াস নামে একজনকে আটক করেছে। ১০ডিসেম্বর আড়াইহাজার থানার সাব-ইন্সপেক্টর(এসআই) সজিব আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।
এসময় আটককৃত পিয়াসের কাছ থেকে ৩৮০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য আনুমানিক ১লাখ ১৪হাজার টাকা।