আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে ভাঙচুর আহত ১০

হামলা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের আনন্দ মিছিলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বাকবিতন্ডা ও পরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। সোমবার ৩১ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর নির্বাচনে উপজেলার ব্রা‏হ্মন্দী ইউনিয়নের নরিন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামীলীগের নৌকা প্রতিকের প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে। ফলাফল ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতা আজাদ খান সোহাগকে কাধে করে আনন্দ মিছিল বের করে। এ ঘটনায় আওয়ামীলীগের অপর একটি পক্ষ যুবলীগ নেতা দাউদ, ছাত্রলীগ নেতা আলামিনের নেতৃত্বে মনির, মাসুদ, উজ্জল সহ তাদের লোকজন নৌকা প্রতিকের সমর্থক জহির আলম ও মাহমুদুল্লাহকে পিটিয়ে আহত করে।

এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে রাত পযর্ন্ত উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। দুপুরে পুলিশ, বিজিবি ও র‌্যাব গিয়ে উভয় পক্ষকে ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সোমবার রাত ৭টায় দাউদ ও আলামিন পক্ষের কয়েকশ লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সুলপান্দি গ্রামে হামলা চালায়। তারা ওই গ্রামের মামুন, উজ্জল, রুবেল, জিন্নত আলী, জহিরুল ইসলাম, নজরুল ইসলাম ও হাফেজ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে বাড়ির দেয়াল, টিনসেট দালান, টিনের ঘর, সোকেস, স্টিলের আলমারী সহ আসবাবপত্র ভাংচুর চালায় এবং মালামাল লুট করে নিয়ে যায়।

তাদের বাধা দিতে গিয়ে মামুন (২৫), উজ্জ্বল (২৫), রুবেল (২০), আছমা (২৪) ও রাজিয়া বেগমসহ ১০ জন আহত হয়েছে।

হাফেজ মোল্লা অভিযোগ করে জানান, আওয়ামীলীগ নেতা আজাদ খান সোহাগকে নিয়ে আনন্দ মিছিল করার কারনে ক্ষুব্দ হয়ে তাদের বাড়িঘরে হামলা চালানো হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। তবে এ পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ দেয়নি।