আজ সোমবার, ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আরো ১ জন করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবীপূর্ব পাড়া গ্রামে নতুন করে আরো ১জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।আক্রান্ত নারীর নাম শারমীন আক্রার। বয়স (২৫)। সোমবার রাতে  উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা জানান, বেশ কিছু দিন ধরে আক্রান্ত নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই খান থেকে নমুনা সংগ্রহ করার পর ওনার করোনা পজেটিভ আসে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা মোট ১৪ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা সকলকে সাবধানে থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।