আজ শুক্রবার, ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আটক ‘মাদক ব্যবসায়ীকে’ ছেড়ে দিল পুলিশ !

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ‘মাদক বিক্রেতাকে’ আটকের পর ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে স্থানীয় এক প্রভাবশালী মাদক ব্যবসায়ীর মধ্যস্ততায় ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশের শর্তে পুলিশের একটি সূত্র জানায়, গোপন সংবাদে রাতে থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মিনারুল ইসলাম কাজী ফোর্স নিয়ে ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইর চর এলাকায় অভিযানে যান। রাত দুইটার দিকে একই স্থান থেকে মাদক বিক্রেতা বড় বিনাইর চর গ্রামের মোতালেব মিয়ার ছেলে মুরাদ হোসেন ও রূপগঞ্জের বলাইখা গ্রামের হারুনের ছেলে ইমনকে আটক করে থানায় আনা হয়। এ সময় তাদের কাছ থেকে নিষিদ্ধ বিয়ার উদ্ধার করা হয়।
অভিযোগ উঠেছে, থানায় নিয়ে আসার পর টাকার বিনিময়ে ওই দুই ব্যক্তিকে ছেড়ে দেয়ার জন্য থানার ভিতরে বৈঠক হয়। অবশেষে স্থানীয় প্রভাবশালী ইকবাল হোসেনের মধ্যস্থতায় মুরাদ হাসানকে পুলিশ ছেড়ে দেয়। তবে মুরাদ হাসানের সহযোগী ইমন আটক রয়েছে।

পিএএসআই মিনারুল ইসলাম কাজী ঘুষ নিয়ে মাদক ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এ ব্যপারে ওসি স্যারের সাথে কথা বলেন’।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন আটক একজনকে ছেড়ে দেওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুইজনকে আটক করা হয়েছিল। একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে টাকা নেওয়ার কোনও ঘটনা ঘটেনি।