সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী ও পাঁচগাও মৌজার মাঝ খানে গড়ে উঠছে বাংলাদেশ জাপান যৌথ জাইকার অর্থায়নে অর্থনৈতিক জোন। যেখানে ২ লক্ষ লোকের কর্মসংস্থান হওয়ার কথা রয়েছে। জমির মালিকদের মৌজার নির্ধারিত দামের তিনগুণ করে টাকা দেওয়া হয়েছে। যাদের পুকুর ছিল তাদের কে দেওয়া হয়েছে মূল্যের পাঁচ গুন। এতে করে যে সব জমি ইপিজেড এলাকার পাশাপাশি বা নিকটবর্তী সে সব জমিতে জমির মালিকেরা নতুন করে পুকুর খনন করছে । প্রথম ধাপে ও দ্বিতীয় ধাপ মিলে ১হাজার ১০ একর ফসলি জমি অধিগ্রহন হওয়ার কথা রয়েছে। কিন্তু পরবর্তীতে যদি তৃতীয় ধাপ নেয় তাহলে সে অনুপাতে যে সব জমি গুলো পরতে পারে তার বেশিরভাগ জমির মালিকগন বেশি টাকার আশায় নতুন ভাবে পুকুর খনন করছে। অনেকে পুকুর খনন করে মাছ চাষ শুরু করেছে।
ইতিমধ্যে বেশিরভাগ জমির মালিকদের কাছে অধিগ্রহনের চেক হস্তান্তর করা হয়েছে। এতে করে ইপিজেডে যাদের জমি ছিল অর্থনৈতিক ভাবে তারা হয়েছে স্বয়ংসম্পূর্ণ। যেখানে দুই লক্ষ লোকের কর্মসংস্থান হবে। পুরো এলাকা শিল্প প্রতিষ্ঠানে ভরে যাবে। কোন মানুষের অভাব থাকবে না। যে সব জমিতে ইরি ধান ছাড়া কিছু হতো না। আজকে অর্থনৈতিক জোন ঘোষনা করায় পুরো এলাকা উন্নত হয়ে যাবে, দেশ এগিয়ে যাবে। অর্থনৈতিক ভাবে দেশ হবে স্বয়ংসম্পূর্ণ ।