আজ সোমবার, ১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অগ্নীপরীক্ষার মুখোমুখি বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশী

আড়াইহাজারে অগ্নীপরীক্ষার

আড়াইহাজারে অগ্নীপরীক্ষার নিজস্ব প্রতিবেক:

আড়াইহাজারে বিএনপির তিনমনোনয়ন প্রত্যাশী এখন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। আগামী সাত দিন তাদেরকে দিতে কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় যিনি পাশ করবেন। তাকেই দেওয়া হবে চূড়ান্ত টিকেট। তবে আপাতত তাদের তিনজনইকে দেওয়া হয়েছে মনোনয়ন চিঠি। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, বিএনপির তিন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে সবচেয়ে বেশী নির্যাতিত হয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি ৪০টির মত মামলার আসামি। তিনি বিগত দিনের আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের নিয়ে লাঠে ছিলেন। নারায়ণগঞ্জ-২ আসন থেকে তিনি মনোনয়ন পাওয়ার যোগ্য। তাকে দলীয় মনোনয়ন দিলে নির্বাচনী মাঠ দখলে রাখা সম্ভব হবে। তবে যদি অন্যকেউ মনোনয়ন পান। তাহলে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করে ফেলতে সহজ হবে। এমপি নজরুল ইসলাম বাবুর সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না আঙ্গুর ও সুমন। তাদের পাত্তাই দেব না এমপি বাবু। তবে আড়াইহাজারে বিএনপির ভোট ব্যাংক থাকলেও কর্মী নেই সাবেক এমপি আঙ্গুরের। তিনি দীর্ঘদিন ধরে ছিলেন রাজনীতির বাইরে। দলের কান্তিলগ্নে তাকে কেউ কাছে পায়নি। এতে করে নেতাকর্মীরা তার প্রতি ক্ষুদ্ধ। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন আজদা। তার প্রতি নেতাকর্মীদের আস্থা রয়েছে। অনেকেই বলেছেন আগামী সাতদিন তাদের তিনজনকেই পরীক্ষা দিতে হবে।
২টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। ভোটার সংখ্যা প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮৬৭জন। এর মধ্যে নারী ভোটার- ১,৩৯,৭৪৫জন এবং পুরুষ ভোটার-১,৪৪,১২২জন।
আড়াইহাজারে বুধবার বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য নয় প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এঁেদর মধ্যে কেউ নারায়ণগঞ্জ রিটানিং অফিসার (ডিসি) রাব্বী মিয়ার কার্যালয়ে কেউ আড়াইহাজারে সহকারি রিটানিং অফিসার ও ইউএনও সুরাইয়া খানের কার্যালয়ে হলফনামা সহ মনোনয়নপত্র দাখিল করেন। স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে এককপ্রার্থী ও বর্তমান এমপি নজরুল ইসলাম বাবু। তিনি ভাজবী এলাকার মৃত শহীদুল রহমানের ছেলে। বিএনপির পক্ষ থেকে আড়াইহাজার থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন। তিনি ইলুমদী এলাকার মৃত এম বদরুজ্জামান খসরুর ছেলে। কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তিনি স্থানীয় পাঁচরুখী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর। তিনি ইলমুদী এলাকার মৃত আতিকুর রহমান ললুর ছেলে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের পক্ষ থেকে নাসির। তিনি ছোট মনোহরদী এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে হাফিজুর রহমান। তিনি নতুন বান্টি এলাকার মিজানুর রহমানের ছেলে। জাতীয় পার্টির পক্ষ থেকে (জাপা) কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন। তিনি স্থানীয় রামচন্দ্রী এলাকার মৃত ডা: সাদত আলী সিকদারের ছেলে। জাকের পার্টির পক্ষ থেকে মুরাদ হোসেন জামান। তিনি নারায়ণগঞ্জের মাইজদাইর এলাকার সুরুজ্জামানের ছেলে। বাংলাদেশ পাবলিকেন পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কেএম আবু হানিফ হৃদয়। তিনি স্থানীয় বিশ্বনন্দী কড়ইতলা এলাকার মঙ্গল মিয়ার ছেলে।
আওয়ামী লীগঃ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু পর পর দুবার এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এলাকায় অবকাঠামোসহ বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। তাই তিনি তৃতীয়বারের মত একাদশ জাতীয় নির্বাচনেও মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি ২০০৮ সালের প্রতিদ্বন্দ্বীতা করে এবং ২০১৪ সালের ৫ই জানুয়ারীর নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
বিএনপিঃ নজরুল ইসলাম আজাদ এবারই প্রথম দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন। তিনি বিগত দিনের আন্দোলন সংগ্রামে ব্যাপকভাবে অংশ গ্রহণ করেছেন। জেল-জুমুলের শিকার নেতাকর্মীদের নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছেন। আজাদ বলেন, তার বিরুদ্ধে ৪০টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে। যা অন্য মনোনয়ন প্রত্যাশীদের নামে এর ছিঁটাফোঁটাও নেই। তবে মঈনদ্দিন-খফরুদ্দিন সরকারের আমল থেকেই দলের নেতাকর্মীর পাশে রয়েছি। তার দাবী তরুণ ও সাংগঠনিক নেতা হিসেবে আগামী নির্বাচনে দল থেকে আমাকে মনোনয়ন দেবে।
প্রথমবারের মত মনোনয়ন প্রত্যাশা করছেন মাহমুদুর রহমান সুমন। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক প্রয়াত এএম বদরুজ্জামান খসরুর ছেলে। বাবার মৃত্যুর পর তিনি থানা বিএনপির হাল ধরেন (সিনিয়র সহ-সভাপতি)। সুমন বলেন, বাবার মৃত্যুর পর আমি থানা বিএনপির হাল ধরেছি। দলের তৃণমুলের নেতাকর্মীরা আমার অপেক্ষায় রয়েছেন। আশা করছি দলে থেকে আমাকে মনোনয়ন দেবে।
আতাউর রহমান আঙ্গুর ১৯৯১ ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারীর একতরফা জাতীয় নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিত হয়ে ছিলেন। একাদশ জাতীয় নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করছেন। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ সাবেক এমপি আতাউর রহমান আঙ্গুর দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ব্যাকুল হলেও তিনি সংস্কারপন্থী। তাকে নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে কোন উৎসাহ নেই। তিনি মনোনয়ন পেলে বিএনপির অনেক নেতাই সরসারি আওয়ামী লীগের দিকে ধাবিত হতে পারেন। এতে করে দলের ভরাডুবিও হতে পারে।
জাতীয় পার্টিঃ মনোনয়ন প্রত্যাশী আলমগীর সিকদার লোটন। তিনি জাতীয় পাটির কেন্দ্রীয় যুবসংহতির সভাপতি। এবার ঢাকা-৬ সূত্রপুর ও নারায়ণগঞ্জ-২ আসন থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেন। তাকে তিনি মহাজোট থেকে প্রার্থীতা আদায় করার চেষ্টা করে যাচ্ছেন। তার বাবা প্রয়াত ভাষা সৈনিক ডাক্তার সাদত আলী সিকদার ১৯৭২ ও ৭৩ সালে সোনারগাও ও আড়াইহাজার থানার এমপি (এমএলএ) নির্বাচিত হয়ে ছিলেন। লোটন বলেন, ২০১৭ সালের ১১ আগস্ট পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ স্থানীয় একটি জনসভায় দলীয় প্রার্থী ঘোষণা করেন।

স্পন্সরেড আর্টিকেলঃ